হাত রুটি থেকে বিরিয়ানির পথটা
পেরিয়ে আসা বোহেমিয়ান স্রোত...
উন্মাদ হতে চাওয়া যৌবনের বার্দ্ধক্যে
দুর্বোধ্য হয়ে যাই, বার বার শৈশবে।


ফিরছি আমার ঘরে, আমার প্যান্ডেলে
অথবা এড়িয়ে যাচ্ছি সমগ্র হেয়ারস্টাইল
এখন স্মাইলের চাকচিক্য বিষাদকরণী হয়ে
হাসনাহানার গাছে লেগে থাকে।


খাওয়া চাঁদের গায়ে বিক্রম ঝুলছে
আমিও লেগে পৃথিবীর গায়ে
তুফানি কোল্ড ড্রিংক্স, অথবা চায়ে...


কিচ্ছুটি না ভালোলাগার মাঝে খিচুরি আসে
কাশ, শিউলি জাগে ঠোঁটে ত্রিনয়নী সুবাসে...