শহর ছাড়লেও লেগে আছে ধুলোবালি ঝড়
প্রেমের পুজোতে খুঁজেছি তোমারই মিষ্টি স্বর।


চলেছি পাহাড়ের দিকে, রং মাটি ভেঁপুর সুর
জেগেছে কাশ, নদী নৌকো টোটো ভরপুর।


ফিরে যাই শিশুবেলা, ঘিরে ধরে বাবা হাত
এখন ছেলের শাসন অনেকটাই সওগাত...


ডুয়ার্সের জন্মান্তর এভাবে ফিরে ফিরে আসে
দামাল যৌবনের কথারা, স্পর্শের অমলতাসে।


কতটা ফিরছি ঘরে, ঘরই বা কোথায় আছে
প্রতি দুর্গার ঘর থাকে না, হাসি মুখের ছাঁচে।


তবুও ফুটপাত ঘিরে থাকে অন্য দুর্গা রোজ
উৎসবের দিনে নিও তাদেরও একবার খোঁজ...


ভেসে যাও সেবেলায়, ভাসুক বিকেল হাসি
পুজো এলে আমিও বড্ড আলোক প্রত্যাশি।


যাপনের কোলাহল ফেলে খুঁজেছি সুশীল মন
ছন্দ মেলেনি বলেই বুঝেছি, তুমি কতটা আপন


পুজো যাবে, পুজো আসবে, পুজোর স্মৃতিকথা
আজও ভেজা চুলে তুমি আমার কাব্য নীরবতা...