কাশের গন্ধ অন্ধকারে মিশতেই সূর্য মুখ তোলে পশ্চিমে।
এপারের ঘুমে ওপারে তখন লাঞ্চের আয়োজন,
ভেসেছে প্রবাসি সুর। বিক্রি হৃদয়ে ভাববাচ্য...
নাম হলে, দামকে ভুলতে হয় ভালোবাসায়
তবু কে যেন গেয়ে ওঠে “ভালোবেসে সখী নিভৃত...”


আমার মা-বাবা কতটা ভালোবেসেছে ধুলোবালির আমিকে...
কবি থেকে কথাসাহিত্যিকের পথটাকে দেখেছি, নবজাতক থেকে মৃত্যুর পরেও


প্যান্ডেলের থিমে হারিয়ে যাওয়া সাহা পাড়ার পুজোতে
আমি আর দাঁড়াই না গিয়ে।
চাঁদা নিতে আসা দলও জানে সেখানে আমার বাবা পুজো করত...