নদী জলে মাখিয়েছি আদর
তোমার ঠোঁটের সুখে,
ভালোবাসা জমাট বাধে
পাখিয়াল রং রুটে।


আলোর মতো সূর্য
পরিযায়ী জঞ্জাল ছেড়ে,
উড়ছে আকাশে সে
আমার তোমার মাথা নেড়ে।


জেগে উঠে দেখি ভালোবাসা ডিঙি নৌকো
বলতে পারো ভালোবাসা গোল না চৌকো!


পরিযায়ী মন জেগে উঠছে পূর্বস্থলী
অনেক দুঃখ শেষে এসে চুপী সুর তুলি...