শচীনের সেঞ্চুরির মতোই জীবনানন্দের কবিতা
লিখে রাখতাম নীরবে।
গরীবের চোখে তখনও একলাখী ব্যাংকের ভয় নেই
তখন ধর্মের কোলাহল স্থিমিত।


এখন বড্ড শরীর খারাপের সবুজহীন দুনিয়া
তখন ছিলো না। ছিলো না দূষিত এত আবর্জনা।


ভাবতাম আজ লিখে রাখি, ভবিষ্যতের বেঁচে থাকা।
অবাক লাগে গুগুল তখনও স্বপ্ন।
যদিও স্বপ্নের অঙ্গিকারে নতুন এক কসবা
ধীরে ধীরে মঙ্গলগ্রহে গড়ে উঠছে...


জীবনানন্দ হয়তো সে উপত্যকায় খুঁজে নিচ্ছে কাব্য
লাশকাটা সোম, উঠে আসছে পৃথীবী দিনে
ইন্টারভিউহীন অমরত্বের নোংরায়...