কালো গান, মনের অন্তরালে খুঁজে নেয়-যোনির আঘাত
কত রাত, ভেজা বিছানা, জানে বৃষ্টি মনের ফল্গুধারা
কেউ নেই, অচেনা ভিড়ে, খুঁজি কেবল প্রেম-সংসারে।
না চাইলেও অন্ধকারে ভোগ্য বিয়ের পরে, আজন্ম...
নারীকে মা ভাবিনি, নারীকে পণ্য করেছি—কেন!
কিন্তু কেন! কিন্তু কেন! কিন্তু কেন! কিন্তু কেন!
বুঝিনি, খুঁজিনি, দেখিনি বয়েছে নদী মনের ভিড়ে।
মনের ভিতর নদী, মিশেছে আগুনের ঘৃণা সমুদ্রে...


পুরুষ কী এতটা বাজে! পুরুষ এতটাই বাজে!
আয়নার হাসিরা রেগে যায় কেবল নোটের কাছে,
সামাজিক পুরুষ, বোঝেনি নারীর ফল্গুধারা, দিশাহারা
খোঁজেনি মন কোথায়, কতদূর বেঁচে থাকে, রাখে
এভাবেই পুরুষালি তন্ত্ররা দুর্গা-কালী-জগদ্ধাত্রী পুজোয়
বাহবা-ব্যবসা-হাসির ভেলায় ভেসে যায়, লখিন্দর কাঁদে
কোথায় আকাশ, কোথায় সাগর, কোথায় মানুষ—
আজও বেঁচে আছে। স্বার্থ-যোগ্যতমের সংবর্তন...