বিষাদ উড়েছে, এখন পাইনের জঙ্গলে
হেঁটে চলার উত্তরে হাওয়া।
এখানে শীতলতা, ছন্দহীন এক কান্না
কুয়াশার ঝরনা
আমার অবতারের কলমে
ক্ষয়িষ্ণু হয়ে ঝরে যাচ্ছে।
আমিও প্রাণী থেকে পাথর হয়ে
তোমার সুন্দর ঠোঁটে
ফিরে তাকিয়ে বলছি,
বারে বারে বলছি
তোমার ভালোবাসা পেলে
আমিও পাহাড় হতাম,
নদী,
সব ভুলে একবার ফিরে তাকাও।