ঘড়িতে বারোটা বেজে যায়
রাত নেমে আসে শহরে,
তুমি আমি আজও তাকিয়ে
ভেসে যাই চুমুভেজা নগরে।


শুনছো, তুমি আমারই আছো
ভালোবাসা শারীরিক নয়,
জেগে থাকা স্বপ্নের স্রোতে
মিটে গ্যাছে কান্নার ভয়।


কুকুরের দল কেঁদে ওঠে
ভেসে যায় না বলা ক্ষত,
ভালোবাসায় আছে বেঁচে
হাসিরা নিজেরই মতো।


অপেক্ষা করে শুধু চোখ
কতকাল এমনই করে,
ভাসবো জ্যোৎস্না স্রোতে
হাতে হাত যায়নি মরে।


জেগে থাকে ছবির কথা
তুমি আমারই আমার,
যে যাই বলুক শতকাল
এ ভালোবাসা নয় থামার।


চিরদিন তুমি সামলে রেখো
দিও সাথে সাথ, রোজকাল
সমুদ্রের কোলাহলে ভেসে
দেখব জাহাজিয়া সকাল।


বৃষ্টির চাদরে ঘুমিয়ে গল্পরা
আমিও উপন্যাসের পাতায়,
কত বিঘা ভালোবেসেছি বলো
কতটুকু লিখবো এ খাতায়।


রাত বাড়ুক, ডাকুক কুকুর
বিষাদ ছায়ায় জাগুক ঘুম,
ইলিশের তেল ভাত আজও
মাতিয়েছে কবিতার বেডরুম।


তুমি ছিলে বলেই কোলে মাথা রাখা
চোখের দিকে চেয়ে চেয়ে বেঁচে থাকা...