হাজার বছর ধরে বেঁচে আছি, ঘুমিয়ে।
তোমাদের সে সব নজরে আসে না,
এগিয়ে চলো প্রেমিক চোখে, রাজস্বভাবনা,
খাদ্যতালিকার মহড়া চলতে থাকে, অহর্নিশ।
তুলসী পাতার চোখ ক্রমশই ম্লান, স্বাধীনতায়...
নদীবহমানতায় মেকওভার কালভার্ট চেয়ে নাও
ক্রমশ কঠিন হয়ে ওঠা কবিতা ছুড়ে ফেলে
বলতে থাকো, গাছ-ফুল-পাহাড়-আকাশের কথা।


অকৃতজ্ঞতা তোমার শরীর জুড়ে,
যে বাতাস তোমায় অক্সিজেন দিচ্ছে—ভুলেই গেলে।


ভুলেই গেলে ভালোবাসা তো ত্যাগ, বাকিটা রঙ্গমঞ্চ...