রাত সাড়ে নটা
আজ খালি খালি লাগছে তিস্তার ওপার
কালো দুটো হাত, প্রেমিক-প্রেমিকারই মতো
এতো দিন জড়িয়ে রেখেছিল গোলাপের মিথে
গলাটা ঠিক করে নিয়েই বলতাম—রোলিং অ্যাকশন
সত্যই তো আরশোলার প্রজন্ম দীর্ঘজীবী সংগ্রাম।


ঘড়ি কালের জুগে আস্তরণের চাহুনিতে
শৈশবের উৎসাহ জেগে ওঠে অরুণাশিস
একবার সাড়ে নটার মহড়া শেষে তাকিও তারার বাড়িতে
আরব্য রজনির বাহারবা অপেক্ষায়
মন সেলাই করার গোলাম মুস্তাফা তোমায়
বলে দেবে নেশাতুর বাংলা ভাষা কোথায় মেলে
কিনে রেখো কবিতা, একদিন সেই তোমার হবে
হবেই।