ক্লোরোফিল শহরে ছায়াপথ ধরেই হাঁটি
হাজার বছরও কম, সওগতটুকুই খাটি...


তোমার জন্য মায়াবি, রঙিন, ফুলমধু
সব হারিয়ে, বাঁচে রবি ঠাকুরই শুধু।


আলো জ্বলা নিয়ন, রূপোলি গীটারে সুর
ভালোবাসার নখে লেগে কান্না দাগ প্রচুর...


বোঝেনি কেউ, বোঝেনি কখনও, শব্দমায়ায়
ফিরে চলেছি একাই, ভালোবাসাহীন ছায়ায়।


না জানা তুমি, দূরে দূরবর্তী ক্লাসিক যুগে
কবিতাবাদী বাঙালি—শীতে বড্ড হুজুগে,


ক্ষমা না করেই তুমি বেছে নিয়েছো সবটুকু
সুরহীন বুকে শিখেছি মুখোশে আমিও পটু।


নষ্ট বলেছি, কষ্ট করে, চরিত্র তো উদ্বায়ী চিহ্ন
জান্নাত জানে ঈশ্বরের বাগানে আমি নই ভিন্ন


আমি মানুষ—পুরুষ, নারী শেষে আধুনিকতম
আঁতলামি করলে ভুলে যাই সুশীলতা সংযমও


মাঠে নেমে বোঝাও কতটা ভালোবাসো তুমি
কবিতাবাদী চাই না জ্ঞানের ভার্চ্যুয়াল পাগলামি।


সবুজ হৃদয়ের বুকে, হেঁটে চলো কলকাতা জুড়ে
আমরাও হাঁটছি ফুটপাথবাসী, ফকিরি মুখ শহুরে।


দূষণহীন রূপোলী গীটার বেজে চলে চুলচোখ ভুলে
খুলে দাও খাঁচাবুক, হৃদয় জাগুক ভাঙা ঐ মাস্তুলে।


মন রে, মন আমার, মন কোথায় তুমি চলে যাও আজ
ডাকছে সবুজ ঝরা পাতা, বাকি পিট্যুইটারীরই কাজ...