মনের তরঙ্গজল ভেসে যায় কুয়াশার মতো রোজ
কে নেয় সিকিমের প্রান্তে, ডুয়ার্স কোলের খোঁজ।


হ্যাঁ, হ্যাঁ আমি নিই আমার মায়াবী ডুয়ার্সের গন্ধ
প্রকৃতির জন্য জীবনের অন্য সব কাজ হোক বন্ধ।


মায়াবী বাঁশুরিয়া সুরে জেগে ওঠে আদিবাসী সুর
ফেরারী মন ফ্ল্যাটে থেকেও এখন অনেকটা দূর।


ধীরে ধীরে সকাল সাজে, সাজে কাঞ্চনজঙ্ঘা সুখ
আমার গাছপালা ফুলেও সব না পাওয়ার অসুখ।


কেমন করে ভেসে যাই না পদের রান্নায় রোজ
যোগ ব্যায়ামের মাঝেও চলে বনজ মহাভোজ।


কাঠের বাড়ি থেকে হাতির পাল দেখার ভয়
পাহাড় বেয়ে সাপের মতো গ্যাছে ট্রেন টয়।


ফেরারী মন তাই আজও ভাসে ম্যালের পথে
জীবন জুড়ে এক্সিপিডেশন, আনন্দের শপথে।


ইতিহাসের সেই সব নকশাল লাল দিন কথা
পেরিয়ে এলেই বাইসন, হরিণ, পাখি সখ্যতা।


ভেসে যাই আজও তিস্তার স্রোতে, সুদূর কূল
ফেরারী মনে বেঁচে আছি প্রকৃতিতে, নেই ভুল।


উড়ে যাচ্ছি যেন পরিযায়ী হয়ে বরফ দেশে
মন ফেরারী, নাচের তালে তোর্সাতেই মেশে,


চোখ দিয়ে জল আসে ঝর্নার মতো আজও
ডুয়ার্সকে ভালোবাসা ছাড়া নেই কোন কাজও।