ধূসর স্বপ্ন পেরিয়ে চাকরিজীবী চলে গ্যাছে সময়ে
কুয়াশা মাখানো অন্ন এখন সারাদিনের রসদ।
এক বেলা রান্নার কাঠ, ফ্লাইওভারের ছাদ
জ্বলতে চাইছে না আজ, উনুন। বৃষ্টি নেমেছে শীতে...
আজ পকেটমারী করে এলে মরদকে বলবে তুহিনা—
‘এদিকে আয় কম্বলের তলায় স্বপ্ন দেখবো, চল্’


প্রেমের গরু তো ব্রহ্মাণ্ডে পারি দ্যায়, অলক্ষ্যে
ভাতটা ফুটেছে, নুন দিয়ে খেতে হবে।
গাঁজা খেয়ে মরদ বাঁচে,
মহীয়সীর বুকেরটার তো খাবার চাই...