ঐ দূরের সূর্যে আলো জমে আছে।
এক এক করে, সে আলোর ঠিকানায়
পৌঁছে দেবো সুখ, সৌন্দর্য, সংগীত।
তারপর মিলিয়ে যাব
শীতল শিহরিত রোম্যান্টিকতায়।


ইস্তাম্বুল থেকে যে মুর্শিদ এসেছিল
তাকেই শোনাবো রানি মারি আঁতোয়ানেতের কথা,
আলো দিয়ে ঢেকে দেবো কষ্ট, দুঃখ ও মানুষ মুখ।


কৃত্রিম পৃথিবীকে এলিয়েনের দলও দখল করবে না,
এটুকু নিশ্চিন্ত হয়েই চাঁদের বুকে হীরে হয়ে যাব—
বুকের ভিতর তুমি জেগে উঠলে।