চীনের প্রাচীর দিয়ে হাঁটছি
কবিতার গুচ্ছমূল বুঝতে বুঝতে।
তারই মাঝে চয়নের সাথে দেখা
ও বলতে যাচ্ছিল মাস্টার্স-এ একটা সেম হবে না
আমি থামিয়ে বললাম সময়ের থেকেও শিক্ষা প্রয়োজন
একবার পাখিদের গান শুনে দেখ্


ও বিভোর হতেই
সুশীলদার দিকে তাকালাম।
করোনা থেকে আরশোলার কথা ভুলে
ফ্রেঞ্চকাটে হাত বোলাতে বোলাতে
সুশীলদা এখন পাকোড়ার স্বাদ খুঁজছে।


কত দিন আর আতপ চাল ডাল সেদ্ধ খাবো,
একটু স্বাদ বদলানোর গল্প
শোনার জন্যই বেঁচে থাকা।