ভেসেছে অভিমান পরিজনের মুখের রোজকার খাবারে
নদী বাঁধ ভেঙে যেতে পারে রাজনীতির মঞ্চ আঁধারে,
বিনোদিনী প্রণাম করছে রামকেষ্টকে জীবনের সততায়
আদর্শরাই জ্ঞান হয়ে ফুঁটে ওঠে অকিঞ্চিৎকর কবিতায়...


নদীতে মাছ আছে, আছে মাঝি, আর আছো তুমি
এসব দেখেই এঁকেছিলেন ছবি, অজানা যামিনী
ভেঙেছিল স্রোত-ঢেউ, গেয়েছিল ভাটিয়ালি সুর
ভরপুর। শাখানদী জন্ম দেয় তোমার চোখজল—
কথাবল।
ভেঙে যাওয়ার টান, অনেক বেশি প্রিয়
উত্তরীয়।
ফিরতে তো হবেই চক্রাকার তোমার আঁচলে


মাথা রেখেছি আজ কবিতায়। ইচ্ছাজন্মের আগলে...


সাতকাহনের জঙ্গলে গাছ জন্মায় নিজ নিয়মে, অনন্ত যাপনে।