আদ্যন্ত ভুলক্রমের সময়নদীতে ভেসেছে লেখনী শব
আমি কে! উত্তর আত্মার গহীন সবুজ চারা, ঝরা পাতা
স্রোতস্বিনীর নাম জীবন। আটকে রাখা যায় না, অসম্ভব...


অবুঝ সাধারণ মধ্যবিত্ত মেলার ভিড়ে ঔরস ভুলে
পাটিসাপটার ঘ্রাণ নিতে পৌঁছায় মায়ের আঁচলে, অছিলায়।
উপহারের ঘোড়ামুখ জানে না, তিস্তা গন্ধের সত্য পিতা
ভেসে চলেছে নাভি-হাড়িতে।


পোড়া ছাই আসলে কয়লার নয়, শ্রান্ত আয়ুপথ।
মলিন চোখের চাওয়ালা বসে আছে,
অলিভ গ্রিনের জোয়ান সিয়াচেনে অপেক্ষায়,
কেউ নিশ্চয়ই আসবে, কাকভোরে...


আমিও খই ছিটিয়ে চলেছি, বল হরি, হরি বল।