আরোগ্যযোনির শিকড়ে মানবতা লেখা এপিটাফে
করলা নদীর দূষণমাটি লেপে দিয়ে পাগলি
সাঁকোর উপর থেকে ঝাঁপ দিল বিস্তীর্ণ মানব সাগরে।
কিচ্ছু আসে যায় না নারী জন্মে
সমস্ত ভাষা পুরুষের, সফলতা আক্রোশের
আর নারী
শিশু তৈরির যন্ত্র, নরম ভালোবাসার ধাত্রী, কান্নার চুপস্নান।


আর পুরুষ এ সব দেখতে পায় না পৃথিবীর সমস্ত কলকাতায়
পুরুষের থেকে বড় এলিয়ান পাইনি ব্রহ্মাণ্ডকণায়।


অতি পৌরুষ ধর্মমানব নিজের মা (উভয়)
কতটা সম্মান দিয়েছি!