সান্টাক্লজ আর রবি ঠাকুর মিশে যায় পঁচিশ
দেশ কাঁদছে, আনন্দ মুখোশে  শীতল নবিস
নেট বন্ধ, অনেক সময় এখন হাত জুড়ে থাকে
আলগোছে রোদ চুমু এলো চুলে হাসি রাখে
নন্দনে  প্রেম নয়, পাহাড় কাঞ্চন চাইছে মন
নদীর মতো চোখটা  সরল, আদুরে আপন


পাহাড় চাঁদ আমি আসছি তোমার কাছে ভেসে
প্রতি জন্মে ভালোবাসা হাসি কান্নায় মেশে
ফিরতি মানবতা এপিটাফের পুনর্জন্ম দ্যায়  আজও
না লেখা গল্পরা করে দ্যায় কবিতার কাজও