গন্ধ জাগেনি ধানমাঠের, হারিয়েছে গোধূলি মায়া
বেঁচে থাকা কাজের মধ্যে, কেবলই এক ছায়া।
ওপারে ছায়া জগৎ, এপারে রাজপুত্র হয়ে থাকা
জীবন আসলে নদীজলে স্মৃতিপাখির গাছ ফাঁকা।


এভাবেই ক্লান্তি নিভে আসে ক্লিব দেশে
রঙিন হয়ে উঠছে স্বপ্ন বা ছায়াপথ,
মৃত্যু আসলে কেবলই লেজেন্ডারী স্বপ্ন
আরও ভালো কাজ করে যাওয়া শপথ।