লুটিয়ে দেওয়া বরফ-বিষাদ, আকাঙ্ক্ষিত সহজাত
অসম বিভীষিকাহীন অনুর্বর পাইন ফল, চাহিদা সীমিত।
পাঁচ হাজারি শাড়ির চুমুর চেয়ে কবিতা কবর বেশি প্রিয়
হাল্কা লাগে, আশীর্বাদে।
নীরব নিস্তব্ধ সিঁথির সুখ, কপাল ভাজে।
ভাবনাহীন চরৈবেতি তাচ্ছিল্য করে বাবা গন্ধকে
সীমায়িত নাগরিক কথনে, বুঝতে শিখি
অণুরণনের বেদ ক্লান্ত দার্জিলিং-এ বুড়ো টয় ট্রেন
ঐতিহ্যবাহী। এক আবিষ্কার।  শান্তিময় কাব্যে
মা নেমে আসে প্রতি ভোরে।
বেঁচে থাকতেই ভালোবাসাটুকু গুছিয়ে দেবো
মায়ের আঁচলে। বিনম্র কোমল নি-তে...