পড়ন্ত যৌবনের সাদৃশ্য পিকনিকের মাংস হাড়
এদিক ওদিক গ্রাস করে অরণ্যছবি, আয়নায়
খুস্কি কোট, খুস্কি সোয়েটার, খুস্কি শাল
পরিস্কার করি গরম রোদের কম্বলঘ্রাণে, উদবাস্তু...
কাঁটাতারের সব পারেই মানুষের শীতঘুম আসে
শুধু রাতের বাঘ, হাতিরা নবান্ন খোঁজে—বিলাসিতায়।


ফুটপাতের আগুন জ্বালা ছাইয়ে আমি রেখেছি গোলাপ
এ শরীরও ছাই ছাড়া কিছু নয়, বস্তুবাদের সংসারে
ভাবনা গ্রীষ্ম হলে উপলব্ধি শীত
এসব বোঝাতে রবি নামক ঠাকুরকে শীতবুড়ো ডেকেছিলাম
কোনও এক মোজা উপহারের রাতে বা সকালে...