অন্ধকার স্রোত বেয়ে
নৌকো অথবা স্টিমার শব্দ
বুকের রক্তবীজে স্পন্দন তোলে।


তুমি আমার মন ব্যাংক
কবেই লুঠ করেছ
এভাবেই, বিমানবন্দরে।


এখন সে সব দিন
গল্পের মতো কবিতায়
নীরব সাক্ষী করছে কদম গাছকে।


দূরে বালি ব্রিজ লোহা হয়ে উঠলেও
তোমার মন ব্যাংক আজও
আদরমাখা বারো মন্দির।