শিশিরের মাঝে নিদ্রা।
নিদ্রার মাঝে কফি স্বাদ।
হিম গ্রাস করা হৈমন্তিকা সূর্যে
নরম সকাল।


পায়েসান্নের শুভেচ্ছামাখা জীবনে
আগামীর ধান মাঠ
জেগে উঠছে বোরো ধানের ভবিষ্যতে।


নতুন চাষ।
নতুন বাঁচিয়ে রাখা সংসার
দুমুঠো অন্ন।


শীত এলে ভবিষ্যতের চাষে
বেঁচে থাকার বাংলা,
সোনার বাংলা।


পৌষের ঘ্রাণ, পিঠে পুলির আঁচল ধান
কত দেরি,
মা, তুমি এ কথাগুলো শুনতে পারছো!