রোদ্দুরের নিঝুম স্রোতে ঝরনাকে খুঁজেছি অকস্মাৎ।
নৈবেদ্যের বিশৃঙ্খলায় ভোটগণনার অন্ধবিচারে
আস্থাভাজন হয়েছি অস্থির মসনদে।
পরীক্ষার আগুনে দ্রৌপদী নয়, ভুল বানানের চাকচিক্য
মাথা নিচু করে অপেক্ষায়।
অন্য কোনও পথে খুঁজে নিচ্ছি দরিদ্র চুম্বনের নির্যাস।
দরিদ্র মন ভয় পায়, ভালোবাসা পালিয়ে যাবে না তো...


ভালোবাসার হাত-পা নেই, সন্তান-সন্ততি নেই
সে কেবল একাই দাঁড়িয়ে আলো-হৃদয়ে।


অন্ধকার-জন্ম, আলোকে স্পর্শ করেনি কফিনে।