ব্যবধানের মাঝেও থাকে সবুজ বায়ুর অক্সিজেন
ভালোবাসা অকাল স্রোতে কালবিলম্ব ফ্রোজেন,
না বলা, হ্যাঁ কথার মনটা আজও ভারী
বৃষ্টি নামল চোখ শহরে, কবি আনাড়ি
এসব নিয়ে সম্পাদকও মিষ্ট সংসারী।


একটা ভালো লিখতে হবে গল্প এবার শেষে
আমি তুমি থাকছি মরূদ্যানকেই ভালোবেসে,
ফিরছি প্রেমের চোরাকুঠুরির পায়রা
অর্থপাহাড় আসলে জীবনের ময়রা
তুখোড় আলো গিরিপথের ভায়েরা।


উমদা পাহাড়শ্রেণি চায় না কোনও গিমিক
আমি তোমার শত্রু নই, কেবলই প্রেমিক।