একলা বৈশাখ আমায় রবি ঠাকুর দিয়েছে।
অনন্ত সমুদ্র অরণ্য প্রকৃতি পেরিয়ে এক ভালোবাসা।
১৯৪১ আমার নয়, ১৯১৯ও নয়, কিন্তু ২০১৯ বড্ড আমার।


রবি ঠাকুর কোনও মানুষ নয়
সে তো আমার আত্মা
আমার চলন যাপন।


তুমি এসব বোঝোনি,
রাগ করেই সুগন্ধী বড়লোকের সাথে
হেঁটে চলে গিয়েছো।


হঠাৎ দেখার সম্ভাবনাও নেই।
আমি রবি ঠাকুরেই আছি, থাকবো
কারণ
সব ভালোবাসার মূল মানুষ নয়
কেউ কেউ জীবনের জন্যও বাঁচে।