শেষ কথা বলে চলে গ্যাছো অনেককাল
এখন কেবল ল্যাম্পপোস্ট, স্টেশন আর প্রতীক্ষা।
ফিরবে না জেনেও শুয়ে থাকি,
বসে উঠি শিকড় থেকে গাছে।


ভাবনার গতিতে স্বপ্ন থেকে সাহিত্য জাগে
আমিও ফিরে আসি অরণ্যের অন্ধকারে।
বাঘের সাথেই একজীবন কাটাবো
পিঞ্জরে জন্ম দিচ্ছি বাওবা গাছের ছায়া।


নদীর মতো তুমি কত দূর যাবে
সমুদ্র, মেঘ হয়ে বৃষ্টি হবেই, এই তানজানিয়ায়।


মরূভূমির বৃষ্টি দেখব বলেই তো এজন্ম, সময়।