জেগে উঠছে সবুজ চারা।
নতুন আলোর সকাল।


প্রতিবার কষ্টমোহর
সহ্য করেছি বলেই
প্রত্যাখ্যাত হয়েও
লিখতে শিখেছি
নষ্ট সময়ের ব্যথা।


কবিতা অনেকেই বলতে শুরু করে।
গল্প লিখতে থাকে কথক।
এই কলম গেঁথে রাখে শব্দ
ঘড়ির কুয়াশায়।


মাল্যদান নয়
মাল্যবোধ জন্মাক
জীবন্ত সৌর্যে।