অতল গভীর থেকে জেগে ওঠে তোমার মুখ, সম্পর্ক
দূরত্বের কিলোমিটার শিকড়ে আমাদের ঔরসকণা
আবহকে ছাপিয়ে আমার কণ্ঠ, আমার সাজ, আমার শাড়ি
তোমার কলমকে পাগলিয়া মেঠো পথে নিয়ে চলেছে।
আমার জন্যই তুমি উদাস বিষণ্ণ এক গল্প হয়েছো, কথাশিল্পী


তুমি কবি বা কবিতার বাহক হতে পারোনি।
ভালোবাসার সেই টান, মনকেমনিয়া শক্তির টেলিপ্যাথিতে
বিশ্বাস করো কবিতা নয়, উপন্যাস জন্মায় গল্পের শেষে।


এসব উপলব্ধি করেছিল বলেই মা বলেছিল চাকরি করতে তোমায়
অথচ আয়নার সামনে আজও চুল্লীস্বপ্নে কবি হওয়ার স্বপ্ন দেখছো তুমি


যদি কখনও আমাকে ভালোবাসতে ভুলে যাও...