রজনীগন্ধা-ধূপ গন্ধে মল্লার বহুবার বৃষ্টি এনেছে।
সুর লয় তাল না বুঝেই শীতল শরীরকে
রবীন্দ্রনাথ ভেবেছিলো পাগলা জগাই।


এখন ফিরে যাই খেলার মাঠে
জগাইকে ওখানে থেঁতলিয়েছিল ওর আত্মীয়।


কিছু ময়নাতদন্ত স্টোনম্যানেই আটকে,
কলিজার কাব্য দিয়ে ব্যবসা হয় না।