চোখ ধীরে ধীরে ক্ষুদ্রতর আর পাকস্থলিতে মর্গের খাদ্য
শুয়ে আছি মিটিং হয়ে যাওয়ার পর ময়দানের দূষণে।
কার্নিভ্যালের কোটি টাকার অলঙ্কারে বিকেল তিনটের হাতছানি
তবু তোমার ঠোঁটে দেখা হলে ভুলে যাই দূরত্বের তিন হাত।


এভাবেই শুভমুক্তির পত্রিকা অথবা নতুন কবিতার পঙক্তিতে
লুকিয়ে থাকে আজীবনের একমাত্র উপন্যাস-কলম।
তুমি এসো চরিত্র। একেকদিন, একেকভাবে।
একদিন কফি হাউসে গেলে অন্যদিন যাবো প্যারামাউন্ট।
তারপর না হয় হরিদার চায়ের দোকান
অথবা রাণুছায়ার বিস্তৃত সমীরণে।


তিনশো পয়ষট্টি দিন হবে শুভমুক্তি তোমার আমার ভালোবাসার
নিন্দুকরা তাকেই বলে বই, পত্রিকা, নাটক, সিনেমা বা অন্যকিছু...