বাড়ির বিপরীতের বিস্তীর্ণ মাঠ
দাঁড়িয়ে আছি ভ্রণজন্মের সবুজ গাছ হাতে।
প্রচন্ড বৃষ্টি নামছে, গোধূলি রঙে
ধূসর দেওয়ালে পাখি ফিরছে গাছাবাসায়।
বজ্র বিদ্যুতের আলোয়
দেখলাম সাঝমুখের চোখ।
তোমার হাসি নদী, তোমার শ্রাবণ সমুদ্র
চুলের গন্ধে লেগে থাকা সুফিয়ানা।
সংগৃহীত জীবনের সুখটুকু ভীষণ কম।


ভেজাবানানের পান্ডুলিপিকে এক কাপ কফি দেবে!
অনেককাল পঞ্চমে গান শুনিনি।
না, না নারী বলেই তোমাকে বলব না গাইতে
আজ আমি শোনাবো রক্তকরবীর মুক্তির সুর


বাঙালি একদিন তাকেই বলবে শ্রেষ্ঠ গান।