ভোরের আজান, মন্দির ঘন্টা এখানে স্তব্ধ।
দু একবার বৌদ্ধ ভিক্ষু
বাউলের মতোই মাধুকরি করেছে কুয়াশা।


রাস্তার পাশে চায়ের দোকানে
সিগারেট চাইতেই চা খেতে বলল।
বেশ খিদে পেয়েছিল।
মোমো খেলাম।


এবার হেঁটে যেতে কষ্ট হচ্ছে।


মানুষ কেন পাহাড় চূড়ার সফলতা খোঁজে?
সাফল্য তো লেগে আছে ফার্ন পাতায়
শিশির বিন্দু আর লাল গোলাপে।