বিহঙ্গ লাল, ক্লিশে সমুদ্র উচ্ছ্বাস বরফ আকাশ
নীলকণ্ঠ ডানায় আসমুদ্রহিমাচলের ধর্ম।
আস্ফালিত আক্রোশ, ব্যবসায়িক পরিস্থিতি
কোলাহল ফিকে স্বেচ্ছা নির্বাসিত আন্দামান।
সুনামী জয়ী জারোয়ার দেখেনি—ছিন্নভিন্ন নারী হাহাকার,
অসম্ভব স্পেশাল কালো, আর্তনাদী কষ্ট ও খুন।


মৃত্যু উপত্যকার আধ পেটা বড়দিন কেক
প্রশ্ন করে হনুমানকে খাদ্য খোঁজ কোথায়!
দীর্ঘকালীন প্রাণ জানে ফ্যাশন মিথ শবশয্যায়
অগস্ত যাত্রায় অদূরেই আলোতে জন্ম নিচ্ছে প্রেম-চুমু।
একদিন বুঝবে, এ সংসার আসলে মিথ...
বড় মনের মানুষ হওয়ার উদযাপনেই সুখ, সুখদিনে