জানতে পারছি না কুয়াশার দুলে কতটা চাঁদ লেগে


ভারতের ভারতবর্ষ রাত ভোরেই বড্ডরকম জেগে।


একই কথা বলতে হয় না ব্যর্থতার শেষে রোজ


জীবন জানে আগ্নেয়গিরি অনন্ত সুখের খোঁজ।


ছন্দ মেলেনি বলে লাফালাফি করে বুড়ো-যুবা


আনন্দের জন্য লেখো, না হলে ডুব দাও স্কুবা।


প্রতি হাসপাতাল চুষে নেয় কর্মচারীর মতো


মৃত শালিক জানে বেহুলার প্রেমের সে ক্ষত।


এসো কোলাহল উড়ে যাই খেলার মাঠের গাছে


মেলাময় জিলিপি, পাপড় ঐ দোকানেই আছে।


মাংস ভাতের রবিবারে রিক্সা যাচ্ছে স্বপ্ন ছুঁতে


ভাষা বাংলা নরম নয়, যে নিভে যাবে ফুঁ-তে...


© সোমাদ্রি সাহা 2019