শান্তির খোঁজে নীরব নদীর তীরে স্পর্শজন্মের কলতানে
বারংবার প্রতিধ্বনিত শব্দে, ‘তোমাকে ভালোবাসি’
ফিরে আসছে হাজার হাজার কবিতার পাতা।
নিউমোনিয়ায় ক্লান্ত পথিক এখনও মার্কেজ হাতে
ঘুমাতে চায় মেটামরফসিসের পথেই...


দুর্বোধ্য ভেবে হাই তুলো না স্মারক প্রাপ্ত কবিদল
নতুন জানার নৌকোতে তোমাকেও স্বাগত।


গল্প না হওয়া পাতাদের গাছ করে দাও মহাভারতে
অর্জুন ঠিক খুঁজে নেবে পাখির চোখ ও দ্রৌপদী ছায়া।


মন্দার ভারতে অনেক রক্ত লেগেছে কবিতায়
বিক্রমের সাথে জেগে ওঠা হাজার ভীষ্ম একদিন বুঝবে
চাঁদকে বুঝতে গেলে মন লাগে, যন্ত্র নয়...
© সোমাদ্রি সাহা 2019