শরীর ভেসেছে আকাশগঙ্গার সুপারনোভায়
আকর্ষণ করছে তোমার চোখ, ব্ল্যাকহোলের বুকে
অবশিষ্ট নেই কিছুই শুধু ভালোবাসার ক্যালেন্ডার—
দাগ দিয়ে যায় অভিশপ্ত চাঁদের কলঙ্কে।


ধুলোবালির ইলেক্ট্রিক খেলে যায় দুর্বোধ্য চোখে
পাগল হয়ে যায় বিজ্ঞানমনস্ক—সূর্যগ্রহণের তুলসীতে।
বিশাল চাকরির সার্টিফিকেটে গঙ্গাজল শুদ্ধি
কুসংস্কার মানতে মানতে নিজের মাকে ভুলেছে—প্রাণী।


বড্ড ক্ষুদ্র স্টার হয়ে বেঁচে থাকতেই বিবেকানন্দকে টেনে
উদযাপন করি শিকাগো মহাবক্তৃতার সারসংক্ষেপ।
আসলে প্রাণী নিজেরই বন্ধুত্ব হারিয়ে—বড্ড একা।


বৃহৎ আমি হতে চাইছে না, সমগ্র উপন্যাসে...