এক আকাশ স্নিগ্ধতা জড়িয়ে মেঠো চুম্বনে
আগুনের থেকেও তপ্ত তোমার স্রোত, পূর্ণিমা
কিছু পূর্ণিমা অমাবস্যার ডাইনিং-এ অবরুদ্ধ, যাপনচিত্রে
অনন্ত আঁচল এখন নিজেস্ব অভিশম্পাত মাত্র।
পেরিয়ে আসা পায়ে ঘর্মাক্ত কান্না বা ধোয়াশামঙ্গল
তবু তোমার স্মৃতিচুল ভাসিয়ে দেয় রূপনারায়ণে
নৌকো ফিরছে ইলিশহীন অবসাদ নিয়ে।


তোমার মুরগীর ঝোলে মিশেছে ঘুমের আদর
বিস্ময় পরীক্ষায় অনাবিল বকের মতোই
তুমি স্পর্শ করছো আয়ুপথ।


এসো রাতবৃষ্টির যুগলবন্দিতে অপেক্ষা করি।
বজ্রাঘাত নামুক শহুরে বুলেটিনে
আমার গাড়িতে অনেকটা জায়গা খালি,
প্রিয় বন্যা...