অভিমান জমে আছে চাঁদে বা সূর্য গহ্বরে।
গহ্বর কৃষ্ণ হতে যাবে কেন,
রাধা গহ্বর দেখোনি, অভিমানিনী।


অজস্র ফুলের গন্ধে
গোলাপ ম্লান হয়ে যেতে থাকে কুদ্রেমুখে,
আমিও তখন দ্রাবিড়কল্প বিলাসী
সেখানে গোয়েন্দা পাঁচের বিলাস নেই
চাইও না।
আমি তো তখন গোয়েন্দা দেব,
প্রতি রাতে আবিস্কার করছি
আমার কলম আমার বন্ধু
আমার সংসার আমার কাগজ
সাদা পাতা আর কালো ছায়া।


এসব স্বপ্নরা আজকাল স্বপ্নে ফিরলে
ভয় করে খুব।


আমার লেখারা আমাকে অমরত্ব দিতে চাইছে না তো!
চায়ের রূপ রসে পরিবর্তিত গোলাপ টব।


তবু সার কথা ভীষ্ম বলেই চলেছে
এক নাট্যকারকে।
তার নাম মনে হয় অজিতেশ।