গ্রাস করছে শূন্যতর বটগাছের ডাল।
যে চোখ রোদ্দুর গুণত কলতলায় দাঁড়িয়ে,
হাসত মৃত মেঘদের ফুল ভেবে
সেই নির্ভেজাল আয়না
ভালোবাসার অন্য দুটি চোখের হিরা কথায়
নদীকে সমুদ্র করতে চেয়ে
পাহাড় হওয়ার আশায়
আজ কাশী মিত্র শ্মশানে প্রজাপতি হলো।


সব শুয়ো প্রজাপতি হওয়ার আগে
একবার মানুষ জন্ম ন্যায়।