তোমার বিস্তৃত বুকের খোলা বোতামে
সূর্য লেগে থাকে বিষণ্ণ পাহাড়।
আবেগ ঘিরে ধরে তিস্তার গোলাপ
রজনীগন্ধার কাশ বন।
সুগন্ধ ছড়িয়ে যায় আকাশ ভোরে
দূরের পাহাড় আঁকা তুলিতে
তখন কমলা, হলুদ
সবুজের তীব্রতাকে শিশির মাখাচ্ছে।


সর্দি টান আর পায়ের শব্দ ছাড়া
সকলেই দূরে। দূরবর্তী গুহায়
স্বপ্ন দেখছে
বিদেশ কটেজের ফায়ারপ্লেসের।


পাহাড়ের নদী নেচে নেচে উঠছে
চোখের পাতায় সূর্য ফুল
আর মনের মধ্যে
সফল এক পাখিচুম্বন
বারংবার বলে দিচ্ছে
এ শরৎ বসন্তের জাহাজ।


সব স্বপ্ন জাহাজ ডুবে যায় না টাইটানিকের মতো।