বিনয় মজুমদারকে চেনা হয়নি আজও
কমলেশ পালকেও কেমন করে চিনবো, এ কটা দিনে...
গাছের ছায়ায় অপেক্ষা করি—মন, কখন আসবে!
নুন ভাত নিয়ে আমার স্নিগ্ধ কাগজে সে ছায়া হয়ে যাচ্ছে।
রবীন্দ্রনাথ বা বিবেকানন্দের রহস্য হাসিতে
বড্ড কঠিন লাগছে সবটাই,
কবিতা পাঠ করেও কবি হতে চায় না প্রকৃতি।


প্রকৃতি আসলে চাঁদের গহ্বরে শীতকাল।
জ্বর এলে ভুলভাল বকি
মশাটা অ্যানিফিলিক্স কিনা তা নিয়ে গবেষণা করছি-তাকদির।
বিশেষ কিছু খুঁজো না সুশীলসমাজ,
ছন্দ-কাব্য লেখা হতো মহাভারতের যুগে।