স্বপ্নের চাবি উড়ে যায় আকাশে।
নাবিক চোখ দ্বীপ খুঁজে চলে,
তিন নম্বর হ্যাচে কত কবিতা মরেছে
কী হবে বাঁচা মরায়
সে সব বারুদের খোঁজ নিয়ে।


দ্বীপ খুঁজে চলি ততক্ষণ
মনের মতো প্রকৃতি আঁচল
কবিতা সফেন বালু সৈকত
নীল জলের পেয়ালা পৃথিবী।


পাই না সে স্বপ্ন দ্বীপ
মেলা সাম্রাজ্য
স্বপ্নকে ছুঁয়ে দেখা


ফিরে আসি কংক্রিটের বস্তিতে
এখানে গাছ, প্রকৃতি নয়
ডিজাইনার খোঁজে বিজ্ঞাপন।


আমিও কাজে মন দিই,
টাকার খোঁজ করি পকেট দ্বীপে
মানিব্যাগে কবিতা নয়
শান্তির প্রতীক গান্ধী মুখের বাস


স্বপ্ন কেবল জীবন্ত ফসিল প্রয়াস...