এগিয়েছি ঠকে যাওয়া উপত্যকার মিথ্যা ঠোঁটে
যে তুমি আঘাত করেছিলে কবিতার চক্রব্যূহে
সে তোমার বুকে অসংখ্য প্রলোভন মাখছে সূর্য।
ট্রামলাইনে কবিতা আটকে রাখছি ঝড়ের পরে
বোকাদের দলে তুমিও ফিরবে উপার্জনের শেষে
সামনের মাঠে তুমিও সবুজাভ উদ্ভিদে মাতাবে
আমার স্বপ্নপুরাণ।


তোমার চোখ আমার ভালোবাসাকে মানতে চায়নি
মনের গভীরে স্থান দাওনি, ক্লান্ত জীবনের গতিবেগে
শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি চলছে,
কবিতার নতুন স্বর্ণ তোমার কলমে মাখামাখি


তবু রাতে ঘুমহীন তুমি আমার অপেক্ষাই করছো
জন্মান্তরে।