ক্যানভাসে এদিক ওদিক সেদিকে
নারী দেহ, বিষাক্ত আবহাওয়া, কালো সময়
চৌকিদারের বলা ‘তফাৎ যাও’ শ্রমিকটি
বিধিসম্মত ব্ল্যাক বোর্ডে না ও হ্যাঁ-এর পার্থক্যে
বুঝিয়ে দিচ্ছে ভালো মানুষ হওয়ার রূপরেখা।


দাড়ির গান গাইতে গাইতে বিষবৃক্ষের দেশে
রূপচর্চা করছি ব্যাক বেঞ্চে বসে চুড়ান্ত সফলতা।
হলুদ শাড়ির আবিরে হোলিকা ছাই লাগতেই
ক্যানভাসের নারীরা চিৎকার করে ওঠে।


ঐ নারীরা এখন কাঁদছে না, রাগে জ্বলছে।
মৃত ছাইয়ে কবিতার ঘ্রাণ খুঁজছে কলস কবি,
কবিতা খুঁজে পেলেই সেও বিখ্যাত।


স্মারক জাহিরে কাব্য ভুলেছে এ যুগের কলম...