আতর লেগেছে চাঁদের গায়ে
তোমরা ভেবেছ হাসিসুখ,
জীবন আসলে গতিহীন নৌকো
কবি আসলে খ্যাতি বিমুখ।


অসুখ করেছে ভয়ের
ধর্ম লুকিয়ে অনাদিকাল,
আমরা তারার সমান
অনেক পেলেও সেই আকাল।


লক্ষ্মীমা, আরও দাও, যত আছে কলসীতে
টাকা খাবো, টাকা ঘুমাবো, মিথের গুলতিতে।
হিংসা ও ঈর্ষার বুক পকেটে শান্তি নেই নাড়ু
সুখরাজা পালাতে চায় খিচুরি ফেলে, বহুরু।