সবুজ চা বাগানে কমলালেবু চাঁদ
আমার গণতন্ত্রের চারিদিকে ঐশ্বর্য ছড়িয়ে
ভাসিয়ে দিয়েছে চায়ের পেয়ালায়।
আদিম সেই গুহাচিত্রে
খুঁজে আনি আজকের সফলচিত্র,
ভাসিয়ে দিই ব্রাকেট বন্ধ না করে—ভালোবাসা।


এসো সহযাত্রী, এসো মালা রঙের কারবার
শীত চলে যাওয়ার সময়
ছুটি নিয়ে রাখি কবিতাঘরের এপিটাফে।


সফলতার হাসি দেখো না, কান্নারা আজও জেগে...