জেগে থাকে ভালোবাসা তোমার ঠোঁটে
মিষ্টি মানুষ হেঁটে যায়, রোদে বিব্রত হতে...
চাইছি না সুপ্রভাত ছবি, চাইছি তোমার আদর
দেখা হবে মৃত স্বপ্নে, বাকি চুমুরাও স্বাদর।
তবু আমি খুঁজেনি পাখির ডানা, বাসা, ঘরের মেঝে
কেন নিমন্ত্রণ করলে না মন, আমাকে ভালোবেসে...
মন রে, মন...
নিমন্ত্রণ করলে না ভালোবেসে।


মিষ্টি মানুষের চিন্তারা নামিয়ে আনছে কবিতার দিন
কতটা ডিপ্রেশনে মেঘও থাকে, পাহাড়িয়া ঋণ
কতটা ডিপ্রেশনে, ভুল বোঝো
ভালোবাসার একাকীত্ব।


বোঝা ভরা বই, ট্যাক্সির খোঁজে হেঁটে চলে কচ্ছপের চোখ
রহস্য তো লুকিয়ে আছে মনের ঘরেই, আজ খোঁজা হোক।


মন রে, মন... তোমার ঠোঁটে ঘুমিয়েছি বারংবার
পথনির্দেশ ছাড়াই পৌঁছাবো, কবিতার সংসার