তোমার পাশে থাকব, অনেককাল আগেই বলেছি
এই পৃথিবীর মানুষের দলবল, ভোট করুক, শিল্প করুক, দাঙ্গা করুক
কবিতা লিখে সভা করুক শনিবারে বা সোমবারে,
আমি তোমার পাশেই থাকব। আজীবনকালের জন্য
এ কথাই তো বলেছিলাম প্রথম দিন, শৈশব স্বপ্নে।


অনেকে না বুঝে অবহেলা করেছে, এই ভাষাকে,
করতেই পারে পেটরুজির লোভে।


আমি করতে পারবো না বিশ্বাসঘাতক,
তাই বাংলা ভাষার খোঁজেই এসেছি, এই দ্বীপে


এখানে তুমি আর আমি, কাউকে চাই না আর, কাউকে নয়
আদরকণা
তোমার পাশে থাকব, অনেককাল আগেই বলেছি...